Friday, July 4, 2014

অসুস্থ সাত খেলোয়াড়, বিপাকে জার্মানি

Posted by with No comments

অসুস্থ সাত খেলোয়াড়, বিপাকে জার্মানি  

July 3, 2014

অসুস্থ সাত খেলোয়াড়, বিপাকে জার্মানি
স্পোর্টস ডেস্কঃ
রাত পেরোলেই কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে জোয়াকিম লোর জার্মান বাহিনী। তবে দুঃসংবাদ দলের ভক্ত সমর্থকদের জন্য। সেটা হল একসঙ্গে দলের মোট সাত খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছেন। শেষ মুহুর্তে এ নিয়ে বিপাকে জার্মানি।
এদিকে এ সম্পর্কে কোচ জোয়াকিম লো বলেছেন, ‘ব্রাজিলের আবহাওয়া আর একেক সময় একেক ভেন্যুতে ভ্রমণের কারণে ফুটবলাররা কিছুটা অসুস্থ। তাই বলে এ নিয়ে ওতোটা হৈ চৈ করার কোন কারণ নেই। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ নিয়েও দুশ্চিন্তার প্রয়োজন নেই।’
এবারের আসরে ফ্রান্সের বিপক্ষে শক্তিশালী ও ব্যালেন্সড টিম নামাতেই হবে জার্মানদের। নয়তো ভরাডুবির সমুহ সম্ভবনা।
লেটেস্ট বিডি নিউজ/এস আই এস/এস আই এস

 

0 comments:

Post a Comment