আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে উঠবে বেলজিয়ামঃ মার্ক উইলমটস
July 3, 2014
আগামীকাল চার জুলাই থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্ব। আর এর একদিন পরেই পাঁচ তারিখে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। আর্জেন্টিনার চাইতে শক্তির দিক দিয়ে আলজেরিয়া অনেক দুর্বল হলেও বেলজিয়াম কোচ মার্ক উইলমটসের আশা প্রকাশ করেছেন তার দল শিরোপা জয়ের লক্ষ্যে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে উঠবে।
উইলমটস বলেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা নিঃসন্দেহে ফেবারিট। তবে আমার দল শুধু কোয়ার্টার ফাইনালে অংশ গ্রহণ করতে মাঠে নামবে তা নয়, আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়েই মাঠে নামবে।
তিনি আরো বলেন, ‘আর্জেন্টিনার চমৎকার কিছু খেলোয়াড় আছে, কিন্তু তাদের কোনো ভারসাম্য নেই। আমরা সেমিফাইনালে উঠতে চাই। আমার বিশ্বাস আমরা তা পারব।’
লেটেস্ট বিডি নিউজ/এস আই এস/এস আই এস
2:16 AM
0 comments:
Post a Comment