মনোবিদ নিয়োগে খুশি নেইমার
July 3, 2014
নেইমারের উপর ভরসা করে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। টুর্নামেন্টে ৪টি গোল করেছেন ব্রাজিলের এই সুপারস্টার। কোয়ার্টার ফাইনালের আগে মানসিকভাবে এগিয়ে থাকা প্রয়োজন। এ জন্য ফুটবলারদের মনোবিদ রেগিনা ব্রানডাওয়ের কাছে পাঠিয়েছেন কোচ লুইস ফিলিপ স্কলারি। আর এই উদ্যগকে স্বাগত জানিয়েছেন নেইমার।
গতকাল বুধবার মনোবিদের সঙ্গে ঘন্টাখানেক সময় কাটান নেইমার। সেখান থেকে বের হয়ে নিজের অনুভূতি প্রকাশ করে নেইমার বলেন, ‘ব্রানডাওয়ের সাথে ক্লাস করার বিষয়টি সত্যিকার অর্থেই পুরো দলের বেশ কাজে এসেছে।
লেটেস্ট বিডি নিউজ/এস আই এস/এস আই এস
2:14 AM
0 comments:
Post a Comment