Friday, July 4, 2014

ধর্ষণ মামলা দেড় লাখ টাকায় আপোষের চেষ্টা

Posted by with No comments

ধর্ষণ মামলা দেড় লাখ টাকায় আপোষের চেষ্টা

ধর্ষণ মামলা দেড় লাখ টাকায় আপোষের চেষ্টা
ফরিদপুর, ২৮ জুন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কুমরাইল গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ ও  মোবাইল ফোনে চিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ফরিদপুর নারী ও শীশু নির্যাতন দমন বিশেষ আদালতে (সংশোধনী ২০০৩) এর ৯(১)(১০) ৩০ ধারা ও তথ্য প্রযুক্তির আইনের ৫৭ ধারায় ওই ছাত্রীর বড় ভাই বাদী হয়ে ১৯ জুন আদালতে মামলা দায়ের করেন। আদালত গত ২৫ জুন বোয়ালমারী থানা পুলিশকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেয়।
এলাকা সূত্রে জানা যায়, মামলার বাদী নুরুল ইসলামের ছোট বোন গত ২৭ মে প্রতিবেশী প্রবাসী রবিউল মোলার বাড়িতে ঘুমাতে যায়। গভীর রাতে এক পর্যায় কুমরাইল গ্রামের মালায়েশিয়া প্রবাসী রবিউলের ভাতিজা ইমদাদুল মোল্যা (২১) ও একই গ্রামের সোহেল মোল্যা (২০) ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ ও মোবাইলের মাধ্যমে ভিডিও চিত্র ধারণ করে। পরে ওই যুবক মেয়েটির নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
এ ব্যাপারে মেয়েটির বাবা প্রতিবন্ধী হাচান মোল্যা বলেন, আমার স্কুলে পড়া মেয়ের সর্বনাশ করে ইন্টারনেটে ভিডিও চিত্র ছেড়ে দিয়েছে লম্পট ইমদাদুল ও সোহেল। আমি গ্রামের মাতবরদের কাছে অভিযোগ দিলে বিচার না করে মামলা না করার জন্য হুমকি দেয়। বিচার না পেয়ে কোর্টে মামলা দিলে মাতব্বররা আমাকে মামলা তুলে নেওয়ার জন্য আবারও হুমকি দেয় এবং দেড় লাখ টাকা নিয়ে কোর্ট থেকে মামলা তুলে নিতে বলে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, আদালত গত ২৫ জুন ওই ঘটনার তদন্ত আমার উপর দিয়েছে। আমি সঠিক ভাবে তদন্ত পূর্বক যথা সময়ের মধ্যে রির্পোট আদালতে পাঠিয়ে দেব।
- See more at: http://www.deshebideshe.com/news/details/37225#sthash.YSXhwnet.dpuf

0 comments:

Post a Comment