Friday, July 4, 2014

টিআইবিকে ক্ষমা চাইতে বললেন শিক্ষামন্ত্রী

Posted by with No comments

টিআইবিকে ক্ষমা চাইতে বললেন শিক্ষামন্ত্রী 

 July 3, 2014

টিআইবিকে ক্ষমা চাইতে বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি-অনিয়ম নিয়ে গবেষণা প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহার করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) জাতির কাছে ক্ষমা চাইতে বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ওই প্রতিবেদনের সতত্য নিশ্চিত করতে না পারলে অবিলম্বে তা প্রত্যাহার করার আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার সংসদে এক সিদ্ধান্ত প্রস্তাবের বিবৃতিতে বক্তব্য দেয়ার সময় টিআইবিকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী জানান, তাদের হাতে কোনো প্রমাণ নেই। শুধু সরকারকে হেয় করার জন্যে, জনগণকে বিভ্রান্ত করার জন্যে এ ধরনের প্রতিবেদন দিয়েছে। তবে এ ধরনের প্রতিবেদনের পরও নিজ উদ্যোগে শিক্ষামন্ত্রণালয় বিষয়টির তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী দাবি করেন, দুর্নীতি বিরোধী সংস্থাটির হাতে এ বিষয়ে কোনো তথ্য প্রমাণ নেই। বর্তমান সরকারকে হেয় করতেই এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এভাবে মিথ্যা অপপ্রচার করে দেশবাসীকে বিভ্রান্ত করার কোনো অধিকার টিআিইবির নেই। তিনি বলেন, কী প্রমাণ আছে, কী স্বাক্ষ্য আছে তা অবিলম্বে হাজির করুন। তা না হলে তাদের প্রতিবেদন প্রত্যাহার করে নিন, দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করুন।
প্রসঙ্গত, মঙ্গলবার টিআইবির এক প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষায় পাস করিয়ে দেয়া থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট, অডিট, ভুয়া সনদ, পাঠ্যক্রম, বিভাগ অনুমোদন ও অনুষদ অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য পরিদর্শন, ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার নিয়োগের অনুমোদন এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনসহ বিভিন্ন কাজে ৫০০ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত লেনদেনের তথ্য পাওয়া গেছে গবেষণায়।

লেটেস্টবিডিনিউজ/জেকে/ইউএও

0 comments:

Post a Comment