স্বামীকে আটক রেখে হোটেলে গৃহবধূকে ধর্ষণ
মগবাজার মোড়
ঢাকা, ১০ জুন- স্বামীকে আটক রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রমনা থানা ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে রাজধানীর মগবাজারের একটি হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রমনা থানা ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন শাহীন ও উজ্জল।
জানা গেছে, মগবাজারের গোল্ডেন অ্যান্ড প্যালেস হোটেলের ১০৫ নম্বর রুমে উঠেন এক দম্পতি। রোববার রাত ১টায় স্বামীকে একটি রুমে আটক রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করে শাহীন ও উজ্জল।
পরে ধর্ষিতা থানায় গিয়ে অভিযোগ জানালে ভোর রাতে ওই হোটেল থেকেই ছাত্রলীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এ তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
আপডেট : ০৬-১০-২০১৪
12:52 AM
0 comments:
Post a Comment