Saturday, July 5, 2014

শাস্তি পেতে যাচ্ছেন নেইমার!

Posted by with No comments

শাস্তি পেতে যাচ্ছেন নেইমার!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Decrease fontEnlarge font
ঢাকা: শাস্তি পেতে যাচ্ছেন নেইমার! মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন কীর্তি-কলাপের জন্য নিন্দিত ও নন্দিত এই ব্রাজিলিয়ান তারকা সব সময়ই রয়েছেন মিডিয়া ও সমর্থকদের মনোযোগের কেন্দ্রে।
কিছুদিন আগেই স্পন্সর বিহীন আন্ডার গার্মেন্ট ব্যবহার করায় ফিফার কড়া সতর্কবাণী শুনতে হয়েছে বিশ্বকাপের এই পোস্টার বয়কে। আবারও অবাধ্য নেইমারের ওপর চটেছে ফিফা।

এবার আলোচনায় এলেন প্রেস কনফারেন্সে হেডফোন ব্যবহার করায়। না, হেডফোন ব্যবহারে ফিফা কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। ফিফা নির্ধারিত ইলেকট্রনিকক্স ব্র্যান্ড ব্যবহার না করে অন্য ব্রান্ডের হেডফোন ব্যবহার করায় নেইমারকে শাস্তি দিতে যাচেছ ফিফা।



বিশ্বকাপ চলাকালে টুর্নামেন্টে অংশগ্রহণ করা ৩২টি দেশের খেলোয়াড়কেই শুধুমাত্র সনি কোম্পানির ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করতে হবে বলে চুক্তি করে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা।এ চুক্তি বাইরে গিয়ে অন্য কোম্পানির হেডফোন ব্যবহার করায় এবার শাস্তি পেতে যাচ্ছেন নেইমার।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪

0 comments:

Post a Comment