কোল্ডড্রিংক প্রেমীদের জন্য দুঃসংবাদ
July 4, 2014
লাইফ স্টাইল :
কোল্ডড্রিংক প্রেমীদের জন্য দুঃসংবাদ হল
এটা কিডনি নষ্ট করতে খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সাম্প্রতিক
গবেষণায় এমনি তথ্য পাওয়া গেছে।
জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা
তাঁদের সাম্প্রতিক গবেষণার মাধ্যমে দেখিয়েছেন দিনে দু`বোতল কোল্ডড্রিঙ্ক
প্রোটিনিউরিয়ার বা মূত্রের মাধ্যমে অতিরিক্ত প্রোটিনের নির্গমনের কারণ হয়।
প্রোটিনিউরিয়া কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হওয়ার জন্য দায়ী।
গবেষকরা, তিন ধাপে ৩৫৭৯ জনকে, ৩০৫৫ জনকে ও
১৩৪২ জন সুস্থ মানুষকে পর্যায়ক্রমে দিনে শূন্য, এক, একাধিকবার
কোল্ডড্রিঙ্ক খাইয়ে দেখেছেন প্রথম ক্ষেত্রে ৮.৪%, দ্বিতীয় ক্ষেত্রে ৮.৯% ও
তৃতীয় ক্ষেত্রে ১০.৭% প্রোটিনিউরিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রায় তিন বছর
ব্যাপী এই গবেষনার কাজটি করে তবে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উক্ত সিদ্ধান্তে
পৌঁছেছেন।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি
বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষা করে দেখেছেন কোল্ডড্রিংকে মিষ্টি স্বাদ
তৈরি করার জন্য যে পরিমাণ ফ্রুক্টোস সিরাপ ব্যবহার করা হয় তা কিডনি বিকল
করতে যথেষ্ট। (সুত্র : ইন্টারনেট)
লেটেস্টবিডিনিউজ/জেডএইচ
4:52 AM
0 comments:
Post a Comment