Friday, July 4, 2014

নারী-পুরুষ অনলাইন চ্যাটিং হারাম!

Posted by with No comments

নারী-পুরুষ অনলাইন চ্যাটিং হারাম!

আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Decrease fontEnlarge font
ঢাকা: অনলাইনে নারী-পুরুষের চ্যাটিং হারাম বলে ফতোয়া দিয়েছেন সৌদি আরবের এক ধর্মীয় নেতা।

শেখ আব্দুল্লাহ আল-মুতলাক নামে সৌদি আরবের ধর্মীয় নেতা বলেছেন, সামাজিক সাইটগুলোতে অনলাইনে নারী-পুরুষ চ্যাটিং ধর্মীয়ভাবে নিষিদ্ধ এবং এর কারণে তারা পাপে লিপ্ত হতে পারেন। এটা হারাম।

সৌদি দৈনিক আল-ইকিটিসাদিয়ার বরাত দিয়ে বৃহস্পতিবার আল-আরাবিয়া অনলাইন এ তথ্য জানায়।
 
শেখ আব্দুল্লাহ আল-মুতলাক ‘সৌদি কমিটি অব সিনিয়র স্কলার’-এর একজন সদস্য।

শেখ আব্দুল্লাহ বলেন, অনলাইনে সামাজিক সাইটে নারী-পুরুষ চ্যাটিং (খুলওয়া) হারাম ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কঠোরভাবে নিষিদ্ধ।
 
তিনি স্থানীয় একটি রেডিওর অনুষ্ঠানে বলেন, ‘মেয়েরা যখন ছেলেদের সঙ্গে কথা বলে, সেখানে শয়তান উপস্থিত থাকতে পারে।’

তিনি এ সময় নারীদের প্রতি আহ্বান জানান, তারা যেন পুরুষদের সঙ্গে কথা না বলেন। 

আব্দুল্লাহ বলেন, সামাজিক সাইটে নারী-পুরুষ চ্যাটিং যদি নির্দেশনামূলক কিংবা উপদেশও হয়, তাহলেও তা ধর্মীয়ভাবে নিষিদ্ধ এবং গুনাহ।

এদিকে, শেখ আব্দুল্লাহর বক্তব্যের পর সৌদি আরবে মিশ্র  প্রতিক্রিয়া দেখা গেছে।

কেউ কেউ তার বক্তব্যের প্রশংসা করেছেন ও তার বক্তব্যকে সমর্থন করে বলেছেন, তিনি সঠিক।

অন্যদিকে, বেশির ভাগ মানুষই শেখ আব্দুল্লাহর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তারা বলেছেন, শুধুমাত্র নারীদের কেন সব কিছু থেকেই নিষিদ্ধ করবেন এই সব ধর্মীয় নেতারা? 

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১৪

0 comments:

Post a Comment