সোহরাওয়ার্দী উদ্যানে তরুণীকে গণধর্ষণ
ঢাকা, ১৩ মে- রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে এনে প্রেমিক ও তার বন্ধুরা গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে ওই তরুণী।
তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এ কথা জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।
ওই তরুণীর বরাত দিয়ে ওসি সিরাজুল ইসলাম জানান, শরিয়তপুরের ওই তরুণী রাজধানীর নাজিরাবাজারে বসবাস করে আসছেন। গত ১৫ দিন আগে নাঈম (২৭) নামে এক তরুণের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আস্তে আস্তে তাদের প্রেম আরো গভীর হতে থাকে। বেশ কয়েকদিন তারা সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের সামনে দেখা-সাক্ষাৎও করেছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে আনেন নাঈম। আড্ডার ছলে সময় কাটাতে থাকে তারা। রাত ১০টার দিকে শাহীন, ইমরান, হাবিবসহ ছয়-সাতজন যুবক নাঈমের সঙ্গে যোগ দেয়। নাঈম তাদের বন্ধু ও বিবাহের সাক্ষী বলে তার প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
রাত সাড়ে ১১টার দিকে ওই তরুণীকে জাতীয় তিন নেতার মাজারের পেছনে আনসার ক্যাম্পের পাশে নিয়ে যায়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তাকে গণধর্ষণ করে। পরে টহলরত পুলিশ তরুণীকে উদ্ধার করে।
আজ মঙ্গলবার সকালে ধর্ষিতা তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে নাঈমকে প্রধান আসামি করে শাহীন, রুবেল, ইমরান, হাবিবসহ ছয়-সাতজনের বিরুদ্ধে মামলা করেন।
তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি সিরাজুল ইসলাম। অপরাধীদের গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে, জানান ওসি।
আপডেট : ০৫-১৩-২০১৪
1:06 AM
0 comments:
Post a Comment