Friday, July 4, 2014

অনুশীলনে ফিরেছেন পোডলস্কি এবং হুমেলস

Posted by with No comments

অনুশীলনে ফিরেছেন পোডলস্কি এবং হুমেলস

July 3, 2014
অনুশীলনে ফিরেছেন পোডলস্কি এবং হুমেলস
স্পোর্টস ডেস্কঃ
নক-আউট পর্বের খেলাতে আলজেরিয়ার বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি জার্মান উইঙ্গার লুকাস পোডলস্কি।অন্যদিকে ফ্লুর কারণে নামেননি ডিফেন্ডার মাটস হুমেলস। তবে আশার কথা আগামী ম্যাচে ফিরছেন দুজনেই।
এ উদ্দেশ্যে আবারো অনুশীলনে ফিরেছেন এই খেলোয়াড়।
এদিকে জার্মানির সহকারী কোচ আন্দ্রেয়াস কোপকে জানান, শুক্রবার ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পুরোপুরি প্রস্তুত এই দুই খেলোয়াড়।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার সময় উরুর পেশিতে চোট পান উইঙ্গার লুকাস পোডলস্কি। (সুত্রঃওয়েবসাইট)
লেটেস্ট বিডি নিউজ/এস আই এস/এস আই এস

0 comments:

Post a Comment