মদের জন্য জুয়ায় স্ত্রীকে বাজি!
আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাদকসেবীরা নেশার জন্য কি না করতে পারে। এবার মাত্র এক বোতল মদের জন্য বাজি ধরে স্ত্রী হারালেন ভারতের এক ব্যক্তি। গালফ নিউজ এক খবরে এমনটিই জানিয়েছে।
বিহারের পাটনায় ভিহতা গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে।
পুরো বিহারবাসী হতভম্ব খবরটি শুনে। নড়েচড়ে বসেছেন স্থানীয় প্রশাসনও।
গত শুক্রবার ওই নারী যখন সাহায্যের জন্য ওমেন হেল্পলাইনে যোগাযোগ করেন তখনই বিষয়টি সবার নজরে আসে। কিভাবে একজন লোক ফোন করে তাকে স্ত্রী দাবি করছিল সে বিষয়ে তিনি হেল্পলাইন কর্তৃপক্ষকে বিস্তারিত জানান।
ওমেন হেল্পলাইন প্রজেক্টের ডিরেক্টর প্রমিলা কুমারী সোমবার গণমাধ্যমকে বলেন, জুয়ায় জেতা লোকটি ওই নারীকে ফোন করে নানারকম ভয়ভীতি দেখাচ্ছিল। সে তার নতুন স্বামী, ফোনে কথা না বললে ফল ভালো হবে না ইত্যাদি বলে তাকে হুমকি দিচ্ছিল।
ওমেন হেল্পলাইন কর্তৃপক্ষ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ওই ভুক্তভোগী নারী বলেন, তার স্বামী একজন মাতাল। তিনি সবসময় তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০২, ২০১৪
বিহারের পাটনায় ভিহতা গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে।
পুরো বিহারবাসী হতভম্ব খবরটি শুনে। নড়েচড়ে বসেছেন স্থানীয় প্রশাসনও।
গত শুক্রবার ওই নারী যখন সাহায্যের জন্য ওমেন হেল্পলাইনে যোগাযোগ করেন তখনই বিষয়টি সবার নজরে আসে। কিভাবে একজন লোক ফোন করে তাকে স্ত্রী দাবি করছিল সে বিষয়ে তিনি হেল্পলাইন কর্তৃপক্ষকে বিস্তারিত জানান।
ওমেন হেল্পলাইন প্রজেক্টের ডিরেক্টর প্রমিলা কুমারী সোমবার গণমাধ্যমকে বলেন, জুয়ায় জেতা লোকটি ওই নারীকে ফোন করে নানারকম ভয়ভীতি দেখাচ্ছিল। সে তার নতুন স্বামী, ফোনে কথা না বললে ফল ভালো হবে না ইত্যাদি বলে তাকে হুমকি দিচ্ছিল।
ওমেন হেল্পলাইন কর্তৃপক্ষ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ওই ভুক্তভোগী নারী বলেন, তার স্বামী একজন মাতাল। তিনি সবসময় তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০২, ২০১৪
11:55 PM
0 comments:
Post a Comment