Friday, July 4, 2014

ফাইনালে মাতাবেন শাকিরা!

Posted by with No comments

ফাইনালে মাতাবেন শাকিরা!

July 4, 2014

ফাইনালে মাতাবেন শাকিরা!
স্পোর্টস ডেস্কঃ
ফুটবলের সাথে তার সখ্যতা আজকের না। অনেক আগে থেকেই তিনি ফুটবল তথা ফুটবলের প্রচার প্রসারণ নিয়ে তৎপর। কথা হচ্ছে কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে নিয়ে। আর তাছাড়া বিশ্বকাপ মানেই শাকিরার গান। তবে এবারের ব্রাজিল বিশ্বকাপের থিম সঙ্গে শাকিরা না থাকায় হতাশ হয়েছিলেন অনেকেই। তবে ভক্তদের মন রক্ষা করতেই যেন নিজে নিজেই বিশ্বকাপ নিয়ে বাঁধলেন গান। তবে উদ্বোধনীতে শাকিরার অংশগ্রহণ না থাকলেও ফাইনালের অনুষ্ঠানে ঠিকই থাকছেন তিনি।
এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন পিটবুল, জেনিফার লোপেজ ও ক্লোদিও লেইতে। তবে ভক্তরা নাকি অভিযোগ করেন তাদের চাইতে শাকিরার ‘লা লা লা লা’ বেশি জনপ্রিয়। তাই উদ্বোধনী অনুষ্ঠানে কলম্বিয়ার পপ তারকাকে রাখার কথা ছিল। আর তাতে অভিমানের দানা বাঁধে জেনিফার লোপেজের মনে। পরবর্তীতে ফিফা বিষয়টি আমলে নিয়ে শাকিরাকে না রেখে লোপেজকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
এবার ফাইনালের অনুষ্ঠানে ভক্তদের কথা মাথায় রেখে ফিফা সিদ্ধান্ত নিয়েছে লোপেজ নয় শাকিরা থাকবেন। আগামী ১৩ জুলাই মারাকানা স্টেডিয়ামে ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার আগে ‘লা লা লা লা’ দিয়ে মঞ্চ মাতাবেন শাকিরা। (সূত্রঃ ফিফা ডটকম)
লেটেস্ট বিডি নিউজ/এস আই এস/এস আই এস

0 comments:

Post a Comment