৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে গাছের সঙ্গে বেঁধে অশ্লীল ভিডিও ধারণ
নারায়ণগঞ্জ, ২৫ মে- নারায়ণগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে গাছের সঙ্গে বেঁধে অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত স্থানীয় আবদুর রহিমের ছেলে শামীম ওই ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলে ফতুল্লা মডেল থানাধীন পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মেয়েটির পরিবার।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী প্রসন্ননগর এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই ছাত্রীকে কয়েক মাস যাবৎ প্রসন্ননগর এলাকার আবদুর রহিমের ছেলে শামীম প্রেম প্রস্তাবসহ রাস্তাঘাটে অশ্লীল কথা বলে আসছিলেন।
শুক্রবার সন্ধ্যা ছয়টায় ওই স্কুল ছাত্রী বাড়ি থেকে একই এলাকার কোচিং সেন্টারে পড়তে যাওয়ার সময় শামীমসহ কয়েকজন তার পথ রোধ করে। এ সময় শামীমের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মেয়েটিকে ভয় দেখিয়ে পাশের একটি গাছের সঙ্গে বেঁধে অশ্লীল ভিডিও ধারণ করে। এভাবে প্রায় দু’ঘণ্টা আটকে রাখার পর তাকে ছেড়ে দেয় তারা।
এ খবর নিশ্চিত করে ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আপডেট : ২৫-০৫-২০১৪
1:04 AM
0 comments:
Post a Comment