Friday, July 4, 2014

পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

Posted by with No comments

পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
ঢাকা, ৫ মে- পরকীয়ার জেরে রাজধানীর খিলগাঁওয়ের পোড়াবাড়ি গলির মেরাদিয়া এলাকায় স্ত্রী পারভিন হাসিনা (৩০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী মানিক।
সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, পারভিন হাসিনা (৩০) পরকীয়া সম্পর্কে জড়িয়ে আলাউদ্দিন নামে এক যুবকের সঙ্গে চলে যাওয়ায় তার স্বামী মানিক ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে।
খিলগাঁও থানার এসআই আলাউদ্দিন জানান, পারভিন হাসিনা গত ২০ দিন আগে আলাউদ্দিন নামে এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায়। এতদিন সে আলাউদ্দিনের সঙ্গেই ছিল। তারা বিয়ে করেছে কিনা এখন পর্যন্ত জানা যায়নি। এতে তার স্বামী মানিক ক্ষিপ্ত হয়ে যায়। সোমবার সে আলাউদ্দিনের ৫৩ নম্বর মেরাদিয়া বাড়িতে গিয়ে পারভিনের উপর হামলা করে। এতে পারভিন গুরুতর আহত হয়। আহতাবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। এসময় আহত অবস্থায় মানিককেও আটক করা হয়। নিহত পারভিনের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই জানান, মানিক এবং পারভিনের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। তাদের গ্রামের বাড়ি বরগুনায়।
  
আপডেট : ০৫-০৫-২০১৪

0 comments:

Post a Comment