শ্রদ্ধার সাহসী ফ্যাশন
বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জি কিউ সাময়িকীর এবারের সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছেন শ্রদ্ধা। এজন্য এক ফটোশুটে আকর্ষণীয় ও আবেদনময়ী হিসেবে ধরা দিলেন তিনি। পাশাপাশি বলিউডের ২২ বছর বয়সী এই অভিনেত্রী নিজের ফ্যাশন-রহস্যের ঝাঁপি খুলে দিলেন ফ্যাশন সাময়িকী জি-কিউকে দেওয়া সাক্ষাৎকারে৷ এ সময় তিনি পরেছেন কালো রঙা সাঁতার পোশাক, চোখে ছিল ধোঁয়াটে সাজ। ছবিগুলো দেখলে মাথা ঘুরে যেতে পারে যে কারও! এ যেন কালো-জাদু!
পর্দায় সালোয়ার-কামিজে দর্শকদের মন জয় করলেও শ্রদ্ধা যে বলিউডের অন্য অভিনেত্রীদের চেয়ে কম কেতাদুরস্ত নন, তা এবার বুঝিয়ে দিলেন। তবে ফ্যাশনের দিক দিয়ে আগের চেয়ে সাহসী হলেও আকর্ষণীয় লাগবে ও আরামদায়ক হবে এমন পোশাকই পরেন বলিউড অভিনেতা শক্তি কাপুরের এই মেয়ে৷
জানা গেছে, বিশাল ভরদ্বাজের আগামী ছবি 'হায়দার'-এ নেতিবাচক চরিত্রে দেখা যাবে শ্রদ্ধাকে। জি-কিউর ফটোশুট কি তারই মহড়া? কে জানে!
0 comments:
Post a Comment